Khoborerchokh logo

শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে অভিনব কৌশলে ৩৫ লক্ষ টাকা ছিনতাই । 269 0

Khoborerchokh logo

শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে অভিনব কৌশলে ৩৫ লক্ষ টাকা ছিনতাই ।

কামাল হোসেন:
শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেলের গতিরোধ করে  নূর হোসেন (৬০) এর চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার ২১ মার্চ দুপুর পৌনে ১২টার দিকে শহরের মধ্যশেরী এলাকায় এ ঘটনা ঘটে। নূর হোসেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
ভুক্তভোগি নূর হোসেন বলেন, শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার ব্যবসায়ী আমি। আজ আমাদের ইজারার কিস্তির তারিখ। এজন্য আমি ও আমার ভাতিজা লিটন রানা কিস্তির ৩৫লক্ষ টাকা নিয়ে জামালাপুরের ব্রহ্মপুত্র সেতুর টোল ঘর থেকে মোটরসাইকেলযোগে শেরপুরের ন্যাশনাল ব্যাংকে আসার জন্য রওনা হই।
এসময় শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় আসলে পাঁচজন আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং ডিবি পুলিশের পরিচয় দেয়। পরে তাঁরা আমাদের মোটরসাইকেলে আমার ভাতিজা লিটনকে হ্যান্ডকাপ পড়িয়ে ফেলে। আমি বাঁধা দিতে গেলে তাঁরা আমার চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লক্ষ টাকার ব্যাগ ছিনতাই করে দু’টি মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে পুলিশ সুপার নাহিদ হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন,ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে কাজ করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com